ট্যাবলোর উদ্বোধন

আজ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে চাষী ভাইদের জন্য বাংলা শস্য বীমা করার জন্য একটি ট্যাবলোর উদ্বোধন করেন এডিএম এডুকেশন সনা আকতার । এই প্রথম বর্ধমান জেলার ট্যাবলো করে প্রত্যেকটি ব্লকে এই সম্প্রচার করা হবে। এই সম্প্রচার করা হবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত।

তবে চাষী ভাইদের জন্য বাংলা শস্য বীমা রবি 2021 ও 2022 সালের চাষীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ ক্ষতিপূরণের একমাত্র উপায় বাংলা শস্য বীমা করা ।
তবে বাংলা শস্য বীমা প্রিমিয়ামের সমস্ত খরচ দিচ্ছেন রাজ্য সরকার।


ইতিমধ্যে প্রত্যেকটি ব্লকে ও প্রত্যেকটি পঞ্চায়েতে মারফত কর্মী নিয়োগ করা হয়েছে। এই শস্য বীমা করার জন্য এবং প্রত্যেক পঞ্চায়েতের মাইকিং করা হয় এই শস্য বীমা করার জন্য।

1 লক্ষ কুড়ি হাজার চাষী অ্যাপ্লিকেশন করেছেন।
এছাড়া নিম্নচাপ জাহাদ ফলে যে সকল আলু চাষীদের ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিছুটা রিকভারি করা সম্ভব হয়েছে এবং নতুন করে চাষের প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *