বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অনলাইনে আবেদন করা প্যান কার্ড কবে ডেলিভারি হবে দেখে নিন

Published on: September 5, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

কীভাবে প্যানকার্ড কবে ডেলিভারি হবে তা ট্র্যাক করবেন-

অনেকসময়েই দেখা যায় যে প্যান কার্ড ঠিকানায় আসতে 15-20 দিনের বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি অনলাইনে নিজের প্যান কার্ডের অবস্থান ট্র্যাক করতে পারেন। সেজন্য আপনাকে-

কিভাবে অনলাইনে প্যান কার্ডের আবেদন করবেন দেখে নিন ক্লিক করে


১) গুগলে track pan লিখে সার্চ করতে হবে।
২) এরফলে ইনকাম ট্যাক্সের একটি track pan কি ওয়ার্ড নির্ভর একটি ওয়েবসাইট শো করবে।
৩) সেই ওয়েবসাইট ওপেন করে 15 ডিজিটের অ্যাকনলেজমেন্ট নাম্বার ইনপুট করতে হবে।
৪) এরপর ক্যাপচা ইনপুট করলে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস শো করবে।
৫) আপনার প্যান কার্ড ইন-প্রসেস নাকি ডেলিভারির জন্য রওনা দিয়েছে তা জানা যাবে।

Join Telegram

Join Now