প্রধানমন্ত্রী কিষান যোজনার নবম কিস্তির টাকা কি এসেছে?কীভাবে দেখবেন?

প্রধানমন্ত্রী কিষান যোজনার নবম কিস্তির ১৯,৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। যা দেশের ১২ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। যে প্রকল্পের আওতায় উপভোক্তাদের বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। তিনটি কিস্তিতে দেওয়া হয় ২,০০০ টাকা করে।

প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের নবম কিস্তির অর্থ বিলির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘করোনাভাইরাস মহামারীর সময় ভারতীয় কৃষকদের শক্তির সাক্ষী থেকেছে আমরা। রেকর্ড উত্‍পাদনের মধ্যে কৃষকদের সমস্যা কমানোর চেষ্টা করছে সরকার। বীজ ও সার প্রদান থেকে শুরু বাজারে উত্‍পাদিত শস্য পাঠানো – সবক্ষেত্রেই কৃষকদের সহায়তা করছে কেন্দ্র।’

প্রধানমন্ত্রী কিষান যোজনার নবম কিস্তির টাকা কি এসেছে?কীভাবে দেখবেন?

১) প্রধানমন্ত্রী কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যান।

২) ডানদিকে ‘Farmers Corner’-এ যান। সেখানে ‘Beneficiary Status’-তে ক্লিক করুন।

৩) নতুন একটি পেজ খুলে যাবে।

৪) সেখানে তিনটি অপশন আছে – Aadhar Number, Account Number এবং Mobile Number। আপনি যে তথ্য দেবেন, তা লিখুন। তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।

৫) সেখানে প্রধানমন্ত্রী কিষান যোজনার নবম কিস্তি সংক্রান্ত তথ্য পাবেন।

২০১৯ সালের লোকসভা ভোটের আগে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ চালু করে নরেন্দ্র মোদী সরকার। সেই প্রকল্পের আওতায় তিনটি কিস্তিতে বছরে ৬,০০০ টাকা পান কৃষকরা। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, দেশের ১২.৫ কোটি মাঝারি ও ছোটো চাষি নয়া প্রকল্পের আওতায় আসবে। পরে ভোটে জিতে এসে বড় চাষিদেরও সেই প্রকল্পের আওতাভুক্ত করে মোদী সরকার। যদিও প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে সেই প্রকল্প চালু করা হয়নি। অবশেষে চলতি বছর মে’তে প্রথমবার পশ্চিমবঙ্গের কৃষকরা সেই টাকা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *