বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ালো উচ্চশিক্ষা দপ্তর

Published on: August 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক সহ সমস্ত সমপর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আর সেই ফলাফল প্রকাশ হতেই এখন কলেজে ভর্তির চাপ। কিন্তু করোনা পরিস্থিতিতে কলেজে ভর্তি প্রক্রিয়া অনেকটাই ধীরে চলছে। ফলে অনেক ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না।

আর এই অবস্থায় স্বস্তির খবর শোনাল উচ্চশিক্ষা দফতর । কলেজে ভর্তির আবেদন করার সময়সীমা বাড়ানো হল।

উল্লেখ্য, আজ শুক্রবার ছিল ভর্তির আবেদনের শেষ সময়সীমা। কিন্তু দেখা যায় বহু ছাত্রছাত্রী এখনও আবেদন করে উঠতে পারেনি। এই অবস্থায় নতুন করে ফের বাড়ল সময়সীমা। ইতিমধ্যে নয়া এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়ানো হল।

ইতিমধ্যে আবেদনের সময়সীমা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত সমস্ত কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশিকাতেও জানিয়ে দেওয়া হয়েছে। আর সেই মেধাতালিকা প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

শুধু তাই নয়, উচ্চশিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে যে আগামী ১ অক্টোবর শুরু হবে ক্লাস। তবে সেটি অনলাইনের মাধ্যমে শুরু হবে নাকি অফলাইনের মাধ্যমে চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিচার করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে আবেদনের সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ছাত্রছাত্রীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, এই বছর উচ্চ মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ করেছে।

করোনা পরিস্থিতিতে সম্ভব হয়নি পরীক্ষা নেওয়ার। এই অবস্থায় সমস্ত বিতর্ক সুরে সরিয়ে রেখে ১০০ শতাংশ পাশ করেছে। ফলে কলেজে ভর্তি হওয়া নিয়ে তৈরি হয় একটা আশঙ্কা।

শুধু তাই নয়, কীভাবে কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে তা নিয়েও অভিভাবকদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় গত কয়েকদিন আগে কলেজে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রাজ্যের সমস্ত কলেজে বাড়ানো হয়েছে আসন সংখ্যা।

অন্যদিকে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। আর এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিক্ষা সংসদ। প্রত্যেক স্কুলে ১২৫ টি করে আসন বাড়ানোর সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভরতির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল। এতে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

Join Telegram

Join Now