ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনখড়
ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়কে ভর্তি করানো হয়েছে দিল্লি এইমসে। রবিবার রাজ্যপালের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সূত্রের খবর, সোমবার তাঁর জ্বর বাড়তে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
উত্সবের মরসুমে ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ধনখড়।দিন তিনেক আগে সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি চলে যান। সূত্রের খবর, তখনও তিনি সুস্থ ছিলেন। তার পর শুক্রবার হঠাত্ জ্বর আসায় থাকায় চিকিত্সকের পরামর্শ নিয়ে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়।
তাঁর রক্তে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। রবিবার পর্যন্ত দিল্লির বঙ্গভবনেই চিকিত্সা চলছিল রাজ্যপালের। রবিবার তাঁকে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুর তিনটের সময় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে তিনি চিকিত্সক নীরজ নিশ্চলের তত্ত্বাবধানে চিকিত্সাধীন।
সপ্তমীর দিন সস্ত্রীক পাহাড়ে গিয়েছিলেন রাজ্যপাল। পাহাড় সফরে গত মঙ্গলবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে টয় ট্রেনে চাপতে দেখা গিয়েছিল তাঁকে। স্টিম ইঞ্জিনে দার্জিলিং থেকে বাতাসিয়ালুপ, ঘুম পর্যন্ত গিয়েছিলেন তিনি।