বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
রামমোদিপল্লী এলাকায় শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে শরণ্যা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সহযোগিতায় বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র শিবির অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন শিশির সাথী ফাউন্ডেশন এর সেক্রেটারি মাননীয় রাসবিহারী হালদার মহাশয় এবং শরণ্যা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে কণধর মাননীয় সন্তোষ শাহ শিকদার মহাশয় ও শিশির সাথী ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।