গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

২ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার সাঁকো অঞ্চলের কুলগড়িয়া এলাকায় এই শিবির অনুষ্ঠিত হয় । গলসি থানার উদ্যোগে লায়ন্স ক্লাব এর সহযোগিতায় দুই শতাধিক গাড়িচালককের চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়,

সি আই সাধন ব্যানার্জি, গোলসি থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ কর্মী বৃন্দ ।এদিনের শিবিরের চক্ষু পরীক্ষা করা গাড়ির চালকরা গোলসি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণী সিংহ রায় বক্তব্যে বলেন ,জেলা পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে চক্ষু পরীক্ষা শিবির করা হলো। তিনি আরও বলেন বিভিন্ন থানায় এই কর্মসূচি চলছে। এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।