চারটি সংগঠন মিলে একসঙ্গে মিছিল করলেন রাখাল হাটে

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দমোহনি দুই নং অঞ্চলের রাখাল হাট সংলগ্ন এলাকায় চারটি সংগঠন মিলে জীবনসিংহ কে ওয়েলকাম জানালেন

কামতাপুর আলাদা রাজ্য  দাবি দীর্ঘদিন থেকে, মূলত উদ্দেশ্য হল কেন্দ্রের সাথে জীবন সিংহ যে শান্তি আলোচনায় করতে গিয়েছিলেন।   দুদিন আগে একটি ভিডিও বার্তা তাদের কাছে পৌঁছায় এরপর শান্তির নিঃশ্বাস ফেলেন, পুরোপুরি আশাবাদী তারা কেন্দ্রে শান্তির আলোচনা হচ্ছে। এই নিয়ে আজ একটি মিছিল বের করেন   রাখাল হাট সংলগ্ন এলাকায় এক্স কেএল ও লিং ম্যান নারী মঞ্চ সমন্বয় সমিতির সভাপতি জোৎস্না  রায় ।

 

সংগঠনের পক্ষ থেকে বলেন  কেন্দ্র সরকার  যত তাড়াতাড়ি হয় আমাদের দাবি কেন্দ্র পূরণ করুক এবং জীবন সিংহ ফিরে আসুক। সভাপতি জোৎস্না  রায় জানায় যে কামতাপুরী আলাদা রাজ্য ও ভাষার দাবিতে বহু মায়ের কোল খালি হয়ে গেছে কেউ বা বিভ্রান্ত হয়ে গেছে এই আন্দোলন করতে করতে কেউবা জেলে গেছে এবং দীর্ঘ দিন  ধরে জীবন সিংহ রাজ্য

 

আর ও ভাষার দাবিতে জঙ্গলে চলে গেছে তিনি দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতে তিনি যে শান্তি আলোচনায় গিয়েছেন কেন্দ্র সরকারের কাছে সেই শান্তি আলোচনা যেন পূরণ হয় কেন্দ্রশাসিত অথবা কামতাপুরী রাজ্য যেটাই হবে আমরা সেটাতেই খুশি। তবে যদি কেন্দ্র সরকার জীবন সিংহের সাথে কোনরকম প্রতারণা করে তাহলে উত্তরবঙ্গে  আরো আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *