মোহনচরণ মাঝির শপথ অনুষ্ঠানে মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা চলছিল।

আদিবাসী নেতা মোহনচরণ মাঝি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।  বিজেপি নেতৃত্ব চারবারের বিধায়ককে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পদের নাম ঘোষণা করে।ওডিশার নয়া মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বুধবার শপথ নিলেন।  যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

ভুবনেশ্বরের জনতা ময়দানে শপথের অনুষ্ঠান আয়োজন করা হয়।কেভি সিং দেও এবং প্রভাতী পারিদা উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন একাধিক বিজেপি বিধায়ক।নরেন্দ্র মোদীকে নবীন পট্টনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় অনুষ্ঠান শেষে।লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার ওড়িশায় বিধানসভা নির্বাচনে ১৪৭ আসনের ওড়িশায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।

ওডিশায় বিজেপির উত্থানের পিছনে মোহনচরণ মাঝির ভূমিকা অনেকটাই।ওডিশায় আদিবাসীদের মধ্যে মোহনের গ্রহণ যোগ্যতা অনেক। সব দিক ভেবে বিজেপির এই সিদ্ধান্ত।মোহন জানিয়েছেন জগন্নাথের কৃপাতেই বিজেপির জয়জয়কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *