আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক টিম

Published on: March 20, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় তদন্তে এলো সোমবার ফরেন্সিক টিমের দুই প্রতিনিধি দল । প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার বর্ধমান শহরের১৪ নম্বর ওয়ার্ড বড় নীলপুর বাজার অতুল স্মৃতি সংঘের কাছে গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং এর দোকানে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। আহত হন এক জন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা আজ খতিয়ে দেখে ফরেন্সিক টিম।

 

ওইদিন গ্যাসের দোকানে হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে।গ্যাস সিলিন্ডার সরানোর দোকানের মালিককে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় অবৈধ গ্যাসের কারবার চলছে বলে অভিযোগ অনেকের।এদিন দোকানের সমস্ত রকম জিনিস খতিয়ে দেখেন ফরেন্সিক দলের আধিকারিকরা।

 

যদিও ক্যামেরার সামনে কোন তথ্য দিতে চাননি ফরেনসিক আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে ডক্টর দেবাশীষ সাহা নামে এক আধিকারিক বলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনীষা দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, গত 14 ই মার্চ যে ভয়াবহ অগ্নি  সংযোগ ঘটেছিল তারই তদন্তে আজ ফরেনসিক টিম এসেছিল। আমরা দেখলাম আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন

Join Telegram

Join Now