ছাত্রের মৃত্যুর তদন্তে এলো ফরেন্সিক টিম বর্ধমানে
ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী বলেন, ঘটনার পুঙ্খনুপুঙ্খ তদন্ত চলছে তাই সমস্তরকম তদন্তকারী টিমের সাহায্য নেওয়া হচ্ছে। দেখা যাক তদন্তে কি বেরিয়ে আসে!
গত ১৬ই সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের প্রাক্তন ছাত্রের। রবিবার সেই ঘটনারই তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হয় তদন্তকারীর ফরেনসিক টিমের অফিসার চিত্রাক্ষ সরকার। তারপরই হোস্টেলের তিনতলা ছাদ থেকে বালিশ ফেলে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
এইদিন উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান্যরা।তদন্তের শেষে তদন্ত অফিসার চিত্রাক্ষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী বলেন, ঘটনার পুঙ্খনুপুঙ্খ তদন্ত চলছে তাই সমস্তরকম তদন্তকারী টিমের সাহায্য নেওয়া হচ্ছে। দেখা যাক তদন্তে কি বেরিয়ে আসে!
প্রসঙ্গত হোস্টেলের নিচ থেকে বর্ধমান সেন্ট জেভিয়ার্স কলেজের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমেন মুর্মুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে আবাসিকরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াই বর্ধমান শহরের বড় নীলপুরের কোঁড়াপাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশের।