অবশেষে চায়ের দোকানগুলি খোলার অনুমতি দিলো বর্ধমান জেলা প্রশাসন

12 ই জানুয়ারি অর্থাৎ গত বুধবার থেকে বর্ধমান শহরে সাতদিনের জন্য চায়ের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন । গত শনিবার বর্ধমান সদর মহকুমার দপ্তরে চেম্বার অফ ট্রেডারস এর চেয়ারম্যানের নেতৃত্বে জেলা সদর মহকুমার দপ্তরকে স্মারকলিপি দেওয়া হয়েছিল যাতে গরিব মানুষদের চায়ের দোকানগুলো খুলে দেওয়া যায় । প্রশাসন শহরে চা দোকানদারদের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন ।

চায়ের দোকান খোলার অনুমতি দিয়েছেন সদর মহকুমার দপ্তর । এতে বর্ধমান শহরের চা ব্যবসায়ী শেখ ইমতিয়াজ , চেম্বার অফ ট্রেডারসের চেয়ারম্যান এবং জেলার সদর মহকুমার দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন । যে তারা গরীব মানুষদের জন্য পাশে রয়েছে ।শেখ ইমতিয়াজ বলেছেন প্রশাসন যেভাবে নিয়ম দেবেন সেই নিয়ম মেনেই তারা কাজ করবে প্রশাসনের নিয়মের বাইরে যাবেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *