বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর পঞ্চম ত্রি-বার্ষিক সম্মেলন

Published on: December 5, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ব্যাংক বেসরকারিকরণ নিয়ে ভারতের সংসদে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।এই বিল যদি আইনে পরিণত হয় তথা সংসদে পাস হয় তাহলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দেশের ব্যাংকিং ব্যবস্থা। সাধারণ মানুষের সঞ্চিত অর্থের কোনো নিরাপত্তা থাকবে না আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর পঞ্চম ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এমনই আশঙ্কার কথা শোনালেন সারা ভারত ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন,’ এই সম্মেলনের উদ্দেশ্যই হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী বিলের বিরুদ্ধে সারাদেশব্যাপী আওয়াজ তোলা।

‘ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে মানুষকে সজাগ করা। এই আন্দোলন শুধু ব্যাংক কর্মীদের নয় এই আন্দোলন দেশের প্রত্যেকটি নাগরিকের কারণ ব্যাংক যদি পুঁজিপতিদের হাতে চলে যায় তাহলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বলে কিছু থাকবে না।’এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৃজন পাল, সঞ্জয় দাস, সৌমেন রায় চৌধুরী পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পার্থপ্রতিম সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিনের এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় 750 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী 16 ও 17 ডিসেম্বর সারা ভারত জুড়ে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Join Telegram

Join Now