বাংলায় বোমা সস্তায় পাওয়া যায় বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের
বাংলায় সবচেয়ে সস্তায় বোমা পাওয়া যায় ভারতবর্ষের আর কোথাও এত সস্তায় বোমা পাওয়া যায় না।
বাংলায় সবচেয়ে সস্তায় বোমা পাওয়া যায় ভারতবর্ষের আর কোথাও এত সস্তায় বোমা পাওয়া যায় না। রবিবার এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সাংসদের যুক্তি, দেশের অন্যান্য জায়গায় অপরাধীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র অস্ত্র ব্যবহার করে থাকে।
কিন্তু বাংলায় বোমার মশলা যেহেতু সস্তা। তাই বাংলায় সস্তায় বোমা পাওয়া যায়। তবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রে বসে রাজনৈতিক হিংসা বন্ধে স্বচ্ছ বার্তা দেওয়া উচিত।
বিগত বামসরকারকে নিশানা করে সাংসদ বলেন, সিপিএম আমলে ১০০ টা উইকেট পড়েছিল। তাঁর জন্মের আগে বাড়ির সামনে তাঁর বাবার ওপর সিপিএম বোমা মেরেছিল। বাংলায় বোমা-পিস্তলের রাজনীতি বহু প্রাচীন।