পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে দুই মাসব্যাপী চলছে পথ নিরাপত্তা কর্মসূচি

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে দুই মাসব্যাপী চলছে পথ নিরাপত্তা কর্মসূচি । তার মধ্যে যেমন রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানে মানুষকে সচেতনতা করা, ট্যাবলোর মাধ্যমে প্রচার করা, রক্তদান শিবির , চক্ষু পরীক্ষা শিবির ,বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পথচলতি মানুষদের মাক্স বিতরণ ,স্টিকার বিতরণ , রেডিয়াম লাইটিং বিতরণ এবং হেলমেট বিতরণ । সোমবার বর্ধমান গোলাপবাগ ট্রাফিক পুলিশ ফাঁড়ির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় ।
আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস ক্যাম্প এর আয়োজন করা হয় । এই ক্যাম্পে যে সমস্ত পথচলতি মানুষ বড়সড় দুর্ঘটনা থেকে সম্মুখীন হয়ছে শুধুমাত্র মাথায় হেলমেট না পড়ার কারণে তারা নিজের সেই নিয়ে মুখাভিনয় মাধ্যমে সাধারণ মানুষের জন্য কি সুবিধা এমনও বার্তা তুলে ধরা হয় । এই মঞ্চ থেকে তাদের অ্যাক্সিডেন্ট যে হয়েছিল বা দুর্ঘটনা ঘটেছিল,সেখান থেকে কারো হাত পা পিষ্ঠ হয়ছে,

কিন্তু হেলমেট পড়ার কারণে প্রাণে বেঁচেছে পুলিশের তৎপরতায় তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয় সমস্ত বিষয়টি মুখাভিনয় মাধ্যমে তুলে ধরা হয় । পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে 2 মাস ব্যাপী চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচী । ধারাবাহিক ভাবে চলছে এই কর্মসূচি। এই দিন উপস্থিত ছিলেন ট্রাফিক ডি এস পি সঞ্জয় চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও এক ঝাঁক পুলিস কর্মী ।