অ্যাথলিটদের হাতে ক্রীড়া সরঞ্জাম বিতরণ
অ্যাথলেটিকস ট্রেনিং সেন্টার নামক একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ বর্ধমান শহরের মোহনবাগান মাঠে কয়েকজন প্রতিভাশালী অথচ গরিব অ্যাথলিটদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেয়া হয়। যার মধ্যে ছিল ট্রাকসুট, জুতো, স্পাইক সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। সংস্থার পক্ষে দেবব্রত রায় জানান তাদের এই কোচিং সেন্টারে খুব গরীব ঘরের ছেলে মেয়েরা আসে এবং বিশেষত গ্রাম থেকে আসে।
তাদের অনেকেরই প্রতিভা থাকলেও খেলার প্রয়োজনীয় সরঞ্জাম কেনার পয়সা নেই তাদের জন্যই এগিয়ে এসেছে বিশিষ্ট শিক্ষক অতনু রায় এবং রাজ্যের বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ। আগামী দিনেও প্রশিক্ষণের পাশাপাশি সংস্থা এই সব উঠতি প্রতিভাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বলে জানান দেবব্রত বাবু।