রাজস্থানে ডেরা! DIG-এর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, পূর্ব বর্ধমান সাইবার ক্রাইমের হাতে মূল অভিযুক্ত গ্রেফতার
বর্ধমান রেঞ্জের ডিআইজি-মহাশয়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরির অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়। ভুয়ো প্রোফাইল ব্যবহার করে সরকারি দফতরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছিল।

তদন্তে নেমে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানা অভিযুক্তের ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে এবং গুরুত্বপূর্ণ সূত্র উদ্ঘাটন হয়। আত্মগোপনের উদ্দেশ্যে অভিযুক্ত অন্য ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করছিল। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্যসূত্রের ভিত্তিতে প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করা হয়।

এরপরই পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল রাজস্থানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুদূর রাজ্য রাজস্থান থেকে মূল অভিযুক্তকে তার ব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেটসহ গ্রেফতার করা হয়। আজকে অভিযুক্তকে বর্ধমান কোর্টে তোলা হয় এবং তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়। এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে।












