বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আইসিডিএস কর্মীদের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা

Published on: December 17, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতে যেসব আইসিডিএস সেন্টার গুলি রয়েছে সেগুলিতে আসা বাচ্চা দের দীর্ঘদিন ধরে খাবার বকেয়া রয়েছে, পাশাপাশি সরকার বাচ্চাদের খাবারের জন্য বরাদ্দ আলুর যা মূল্য দেয় তাও বাজারের তুলনায় অনেক কম, হয় সরকার নিজে আলু কিনে দিক, না হলে আলু কেনার মূল্য বারাক, মূলত এই দুটি দাবি নিয়ে আজ জেলাশাসককে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মীরা।

পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা কমিটির সদস্য সুরভি টুডু বলেন, দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা বঞ্চিত যে কোনো সময় কোনো কারণ ছাড়াই কর্মীদের বসিয়ে দেয়া হচ্ছে, আমাদের সংগঠনের দাবি অবিলম্বে পেনশন এবং এককালীন তিন লক্ষ টাকা দিতে হবে এছাড়াও আইসিডিএস কর্মীদের ভাতা 8000 টাকা যা বাড়িয়ে 21000 করতে হবে। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো আইসিডিএস কর্মী যোগ দেন।

Join Telegram

Join Now