আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ডেঙ্গির চোখ রাঙ্গানিতে বেসামাল সরকারি হাসপাতাল

Published on: August 7, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ডেঙ্গির চোখ রাঙানিতে ভয়াবহ পরিস্থিতি সরকারি হাসপাতালে। নাজেহাল হাসপাতালের কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই তীব্র হওয়ায় বেডে জায়গা নেই রোগীদের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। গত কয়েক মাস ধরে গোটা জেলা জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এক একটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের হতে হচ্ছে নাজেহাল।

অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবার গুলিকে, বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীদের। কিন্তু সেই একই চিত্র ধরা পরল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। একটি মহিলা ওয়ার্ডে রয়েছে চল্লিশটি বেড, আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে ৮০ রো বেশি, তার মধ্যেও অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা। রোগী পরিবারদের দাবি, আরও বেড সংখ্যা বাড়লে হয়তো চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত রোগীদের।

অন্যদিকে হাসপাতলে কর্মরত স্বাস্থ্য কর্মীদের দাবি, দিনরাত এক করে তারা কাজ করছেন, কিন্তু কিছুতেই সামাল দিতে পারছেন না। এখন একটাই দুশ্চিন্তা তাদের, প্রতিদিনই যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে কিভাবে তা সামাল দেবেন। যদিও রোগীদের সামলাতে গিয়ে নিজেরাও বেসামাল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লেও মুখে কুলুপ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। তাকে প্রশ্ন করলে সাংবাদিকদের পাত্তাই দেননি তিনি। তবে কি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন হাসপাতালে সুপার, উঠছে প্রশ্নচিহ্ন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Join Telegram

Join Now