বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি

করোনার প্রকোপ, অতিবৃষ্টি কর্মহীনতা ইত্যাদি কারণে মানুষের জীবন আজ সংকটাপন্ন। বিশেষ করে গরীব কৃষক, শ্রমিক মজদুরদের। এমতাবস্থায় তাদের স্বার্থের কথা মাথায় রেখে আজ এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর মঞ্চ। আজ শহরে কার্জন গেট চত্বরে এক বিক্ষোভ সভায় উপস্থিত হয় সংগঠনের জেলা সভাপতি জানান,’ রাজ্যে মজদুর কৃষক ও শ্রমিকদের অবস্থা সঙ্গীন তাদের স্বার্থের কথা সরকার চিন্তাভাবনা করছে না।

আমাদের দাবি অবিলম্বে এদের কথা চিন্তা করে চাষাবাদে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে, যে সকল শ্রমিক কাজ হারিয়েছে তাদের কাজের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অতিবৃষ্টিতে আলু সহ অন্যান্য চাষে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে। তিনি বলেন দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন করছি আজ জেলা শাসকের কাছে তাই আমরা ডেপুটেশন দিচ্ছি। আগামী দিনে যদি দাবি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলে এদিন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *