টুরিস্ট বাস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি বর্ধমানে
পূর্ব বর্ধমানের টুরিস্ট বাস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন বর্ধমানের টাউনহল থেকে মিছিল করে তারা পূর্ব বর্ধমান জেলার আরটিও দপ্তর ও জেলা প্রশাসনের কাছে আসে।এই বিষয়ে পূর্ব বর্ধমান টুরিস্ট বাস শ্রমীক কর্মচারী ইউনিয়নের সভাপতি মিলন দাস জানান, আজ গাড়ির মালিক এবং শ্রমিকেরা জেলা প্রশাসন এবং আরটিও কাছে তাদের চার দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছেন।
তাদের বক্তব্য, করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া টুরিস্ট স্পটগুলো খুলতে হবে গাড়িগুলোর জন্য, সরকারের কাছে আবেদন,শ্রমিকরা যেনো সরকারি সাহায্য তারা পায়। তিনি জানান আর্থিক দিক থেকে তিন বছরে তাদের পরিস্থিতি খুবই খারাপ এর দিকে।তিনি আরও বলেন নাইট কারফিউতে তাদের স্টুরিস গাড়ি চালাতে দিতে হবে তাই সরকার যেনো একটু বিবেচনা করেন।এছারাও আরও অনান্য দাবি নিয়ে তারা সরব হন এদিন।