বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন

আজ স্বামী বিবেকানন্দের 160 তম জন্ম দিবস। সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে মহাসমারোহে এই দিবস পালন করা হচ্ছে। বর্ধমান শহরেও নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজীকে স্মরণ করছে বর্ধমানবাসী। সেই রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমানের অন্যতম সাহিত্য চর্চা কেন্দ্র বর্ধমান সাহিত্য পরিষদও এই করোনাকালীন সম্পূর্ণ কোভিদ বিধি মেনেই স্বামীজীকে স্মরণ করলো।

সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী মুরারী মোহন কোঙার সকালে পতাকা উত্তোলন করলেন তারপর স্বামীজির মূর্তিতে মাল্যদান এর পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন সংস্থার সদস্য ডঃ দেবেশ ঠাকুর, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, সুব্রত রায় সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী বলেন,’ দীর্ঘদিন ধরেই নানা আইনি জটিলতায় এই সংস্থা জড়িয়ে পড়েছিল।

সেই জটিলতা থেকে কিছুটা মুক্তি পেয়ে গত 16 ডিসেম্বর আমরা এক মিলন উৎসব করেছিলাম আজ আবার সকল সদস্যদের নিয়ে স্বামীজীর জন্ম জয়ন্তী পালন করছি। খুব দ্রুত এই ভবন সংস্কার করা হবে, এবং আগামী 16 জানুয়ারি থেকে জেলার সকল সাহিত্যপ্রেমী মানুষের জন্য বর্ধমান সাহিত্য পরিষদের ভবন খুলে দেয়া হবে বলে এদিন জানান কাশীনাথ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *