নাম না করে দলের এক গোষ্ঠীকে কার্যত হুংকার দিলেন বর্ধমান পৌরসভা উপ পৌর প্রশাসক আইনুল হক
যতদিন রাজনীতি করেছি সততার সঙ্গে করেছি আদর্শ নিয়ে করেছি সেই আদর্শের উপর দাড়িয়েই আমরা সকলে পৌরসভা পরিচালনা করছি, কিন্তু আমাদের সেই সততাকে অনেকে আমাদের দুর্বলতা ভাবছে। তাদের বলে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের বসিয়েছেন তাই ময়দান ছেড়ে কোনমতেই পালাবো না। আজ 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে এসে নাম না করে দলের এক গোষ্ঠীকে কার্যত হুংকার দিলেন বর্ধমান পৌরসভা উপ পৌর প্রশাসক আইনুল হক।
তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর পৌরসভার অফিসাররা বলেছিলেন কর্মীদের মাইনে দেবার পয়সা নেই সেখান থেকে গত মাসে চার কোটি টাকা লাভ করেছে পৌরসভা। আমরা কিছুই করিনি শুধু আয় এর উৎস টা খুঁজে বার করেছি। অনেকেই চেঁচিয়ে বলে যাচ্ছে আমি সিপিএম করেছি। আমি স্বীকার করি, বর্ধমানের মানুষ ও জানে আমি সিপিএম দলে ছিলাম।
আজ আমি দিদির সৈনিক কিন্তু যে বা যারা এটা বলছে তাদের ডান পাশ ও বাঁ পাশে যেসব লোকেরা রয়েছে তারা কোন দল থেকে এসেছে তার উত্তর কি তিনি দেবেন? এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভা সহ প্রশাসক ডাক্তার শঙ্খ শুভ্র ঘোষ, জেলা জয় হিন্দ বাহিনীর বিশিষ্ট নেতা যজ্ঞেশ্বর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।