আবারো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তপ্ত হল বর্ধমান
আবারো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তপ্ত হল বর্ধমান। এবার ঘটনার স্থান বাজেপ্রতাপপুর সংলগ্ন কালিতলা পুবের পাড়া এলাকায়। এলাকার স্থানীয় বাসিন্দা অমর দাস গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করতেই বাজেপ্রতাপপুরের স্থানীয় নেতা দেবপ্রসাদ গাঙ্গুলীর কার্যালয়ে গিয়েছিলেন।
সেখানে জন্মদিন পালনের পর তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন কালিতলা সংলগ্ন এলাকায় রাজা মাল ও আরো স্থানীয় কয়েকজন যুবক তার পথ আটকায় এবং তাকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে যান এবং আজ সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে বর্ধমান থানায় তিনি এদের নামে অভিযোগ দায়ের করে। এই ঘটনা প্রসঙ্গে অমর বাবু জানান,’ দীর্ঘদিন ধরেই দেবা, রাজা মাল ও আরো কয়েকজন আমাকে হুমকি দিচ্ছিল।
আমি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে কেন পৌরসভা এলাকায় দেবপ্রসাদ গাঙ্গুলীর অফিসে যাই তা নিয়ে বারবার প্রশ্ন করছিল ও হুমকি দিচ্ছিল। আমি পাত্তা না দেওয়ায় গতকাল আমার উপর আক্রমণ করে ওরা চরম প্রতিশোধ নিলো।’ আমিও তৃণমূল করি ওরাও তৃণমূল করে কিন্তু আমি দেব প্রসাদ গাঙ্গুলির সঙ্গে থাকি বলে ওদের রাগ। ওরা সবাই নুরুল আলম (সাহেব) এর লোক বলে জানান অমর বাবু। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।