বিজেপির নেতারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিক্ষোভ
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।তারপর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য বিজেপির নেতারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে।
আজ নৈহাটির পেট্রোল পাম্পের সামনে থেকে গরুর ফাড়ি মোড় পর্যন্ত এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র,
ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মহিলা মোর্চার সভানেত্রী বলেন, এই সরকার পুরোপুরি দুর্নীতিতে যুক্ত। একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছে। রাঘববোয়াল খুব শীগ্রই ধরা পড়বে।