পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুজতে বিজেপিকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে
৩৪ বছরের সরকারের আমলে সিপিআইএম বোম শিল্প তৈরি করেছে সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ সমীর চক্রবর্তী ও জয় প্রকাশ মজুমদারের ।
বাঁকুড়া:- আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে প্রার্থী খোঁজার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে বাঁকুড়া জেলার সোনামুখী থানার নিত্যানন্দপুর এ বিজেপির পাল্টা তৃণমূলের জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী তিনি আরো বলেন এবছর জুলাই মাসে জাতীয় কর্ম সমিতির বৈঠক হায়দ্রাবাদে নরেন্দ্র মোদী উপস্থিত জেপি নাড্ডা উপস্থিত অমিত শাহ উপস্থিত বেঙ্গল চ্যাপ্টারে এসে বললেন পশ্চিম বঙ্গে ৩০ শতাংশ বুথে তাদের কর্মী রয়েছে বাকি ৭০% বুথে আমাদের কর্মী নেই আরে বুথে যদি কর্মী না থাকে প্রার্থী কোথা থেকে পাবি তোরা মিলিটারি নিয়ে এসে ভোট করা প্রার্থী নেই খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে বিজেপি পঞ্চায়েতে প্রার্থী চাই প্রার্থী চাই প্রার্থী নেই তৃণমূল কংগ্রেসকে মারদাঙ্গা করতে হবে না বিনা প্রতিদ্বন্দ্বী তেই নির্বাচিত হয়ে যাবে একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দেউলিয়া সেটা নাম বিজেপি ।
ওই একই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার শুভেন্দু কে আক্রমণ করে বলেন শুভেন্দু অধিকারী ঠাকুরনগরের বক্তব্য রাখতে গিয়ে বাংলার পুলিশকে আঙুল দেখিয়ে বলেছেন একদিন বিজেপি তোদের শাসন করবে, শিক্ষা দীক্ষার অভাব রয়েছে পুলিশকে আক্রমণ করছে, আমরা সাবধান করে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না রাজনীতি করছেন জঘন্য রাজনীতি করছেন দিদির নামে অনেক কথা বলেছেন তাই বলে মানুষ খ্যাপাবেন না পুলিশকে আক্রমণ করার কথা বলে আমরা চুপ করে থাকবো না ।
তিনি সিপিআইএমকে আক্রমণ করে বলেন আজকাল অনেক জায়গায় দেখবেন বোম পাওয়া যাচ্ছে খেলার মাঠে আর সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত হচ্ছেন, হঠাৎ এই জিনিস আসলো কোথা থেকে আসলে বোমা তৈরীর যে শিল্প সেটা সিপিআইএম তৈরি করেছিল ৩৪ বছরের রাজত্বে। বোম এর বিষয়টা সিপিআইএম ভালো জানে আর টাকা পয়সার আছে। এরা ঠিক করল আমরা বোমা বানাবো আর খেলার মাঠে মাঠে ছড়িয়ে দেবো আর সেই বোমা নিয়ে কখনো যদি কোন ছেলে খেলতে খেলতে আহত হয় বা মৃত্যু হয় তাহলে সেটা নিয়ে রাজনীতি করব, বাংলার কটা বাচ্চা ছেলে যায় যাক এটা নিয়ে আমরা রাজনীতি করবো ওই কারণেই দেখবেন মাঠে-ঘাটে বোমা পাওয়া যাচ্ছে