মমতাকে কটাক্ষ করেন অশ্বিন
'মমতা রেলমন্ত্রীর কার্যকালে কী করেছেন?' পরিসংখ্যান তুলে খোঁচা
INTERNET – রেল দুর্ঘটনা নিয়ে সংসদে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রিসংখ্যান তুলে ধরে কটাক্ষ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।একের পর এক ট্রেন দুর্ঘটনা,ক্ষোভপ্রকাশ করতে দেখা গেল রেলমন্ত্রীকে।অশ্বিনী মমতা রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনার সংখ্যা কতটা কমেছিল, তার পরিসংখ্যান দিয়েছেন।বৃহস্পতিবার সংসদে ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিসংখ্যান তুলে ধরেবলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি এই সংসদে দাঁড়িয়েই বলতেন, দেশে ট্রেন দুর্ঘটনা ০.২৪ শতাংশ থেকে কমে ০.১৯ শতাংশ হয়েছে। তখন এখানে বাকিরা হাততালি দিতেন। আর এখন, যখন দেশের ট্রেন দুর্ঘটনার পরিমাণ ০.১৯ থেকে কমে ০.০৩ শতাংশ হয়েছে, তখন তাঁরা উল্টে আমাকে দোষারোপ করছেন! এ ভাবে কি দেশ চলবে?”
”কংগ্রেস তার দলবল নিয়ে সমাজমাধ্যমে মিথ্যা দাবি করছে। এই দেশে প্রতি দিন দু’কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাঁদের সকলের মনে কি বিরোধীরা এ ভাবে ভয় ঢুকিয়ে দিতে চাইছে?” তিনি আরও বলেন, ”যাঁরা এখানে বেশি চিৎকার করছেন, তাঁদের জিজ্ঞেস করা উচিত, ৫৮ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন তাঁরা এক কিলোমিটারেও ‘স্বয়ংক্রিয় রেলসুরক্ষা’ (এটিপি) চালু করতে পারেননি?”
বিরোধী সাংসদদের উদ্দেশে বলেন, ”আপনাদের মতো যাঁরা মানুষকে দেখানোর জন্য রিল বানান, আমরা সেই দলে পড়ি না। আমরা কঠোর পরিশ্রম করি।” ”লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময়গুলি ২০০৫ সালে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে, কয়েকটি বিধি সংশোধন করে এবং লোকো পাইলটদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। যাঁরা রিল তৈরি করে সহানুভূতি দেখান, তাঁদের এই তথ্য জানা উচিত।”
পর পর দুর্ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে বলতে গিয়েই বৃহস্পতিবার প্রাক্তন রেলমন্ত্রী মমতাকে কটাক্ষ করেন অশ্বিনী।