অনাথ আশ্রম আবাসিকদের আগমনী উৎসব

প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভগবানপুর 2 নম্বর ব্লকের পাউসি অন্ত্যোদয় অনাথ আশ্রমে ও আশ্রম পরিচালিত “স্নেহ ছায়া”হোমে মায়ের আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো- আনন্দময়ীর আগমন, দেবীপক্ষের সূচনা। আশ্রম আবাসিক রা সুসজ্জিত মঞ্চ তৈরি করে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান। আশ্রম এর প্রতিষ্ঠাতা সম্পাদক বলরাম করন মহাশয়-মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনএর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

আগমনী গান, নৃত্য, নাটক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সমস্ত আবাসিকদের নতুন জামা-কাপড়, জুতো প্রভৃতি দেওয়া হয়, দুপুরের খাওয়া দাওয়া ভুরিভোজের সঙ্গে পনির, কোপ্তা, পায়েস ,মিষ্টি। খুব আনন্দে হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে শুরু হলো পুজোর কটা দিন, আশ্রম যেন সাজ সাজরব, যাতে সবাই ভালো থাকে আনন্দে থাকতে পারে তাই আশ্রম এ 13 তম বৎসরের পুজোতে কিছুটা কাটছাঁট করে বন্যা দুর্গতদের পাশে সাহায্যার্থে নিজেরা ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে চলেছে ওদের পাশে দাঁড়াতে। দুর্গতদের পাশে ওরাও দাঁড়াতে চায়।

আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বলরাম করণ মহাশয় আবাসিকদের উদ্দেশ্যে বলেন যে- “আনন্দ সবার মধ্যে যেন থাকে তাই দুঃখ ভাগ করে নিতে শেখো”। সবাই স্বাস্থ্যবিধি মেনে , কোভিড বিধি মেনে, সুস্থ থেকো ,ভালো থেকো, আনন্দে থেকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *