বিজেপির দলীয় পতাকা বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে লাগানোর অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল বিজয় সম্মিলনীর উদ্দেশ্যে বিজেপির দলীয় পতাকা বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে লাগানোর অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল বিজয় সম্মিলনীর উদ্দেশ্যে বিজেপির দলীয় পতাকা বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে লাগানোর অভিযোগে সরব তৃনমূল, অভিযোগ এড়িয়ে গিয়েছে বিজেপি।বিদ্যালয়ের গেটে বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছে এক স্কুল পড়ুয়া সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিজয়া সম্মেলনের উদ্দেশ্যে বিজেপির দলীয় পতাকা লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পাত্রসায়ের। আজ পাত্রসায়েরর ব্লকের হামিরপুর গ্রামে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খান, সোনামুখী ও ওন্দার দুই বিজেপি বিধায়ক। বিজয় সম্মেলনের আগেই মুক্তাপুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে বিজেপির দলীয় পতাকা প্রাথমিক বিদ্যালয়ের গেটে লাগানোর অভিযোগ তুলে সরব হয়েছে তৃনমূল। আর এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি বিজেপির কর্মী নেই তাই স্কুলের বাচ্চাদের চকলেটের লোভ দেখিয়ে বিজেপির পতাকা লাগাতে হচ্ছে। এটাই বিজেপির কালচার বলেই কটাক্ষ তৃণমূলের। বিজেপি অবশ্য সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। প্রশ্ন এড়িয়ে এক প্রকার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। স্কুলের বাইরে কিছু হলে তার দ্বায় বিদ্যালয় কর্তৃপক্ষের নয় বলেই দাবী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। নিন্দনীয় ঘটনা প্রতিবাদ ধিক্কার জানানোর পাশাপাশি উচ্চতর কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।