গোটা বিশ্বের সাথে বর্ধমানেও পালিত হলো এইডস দিবস
গোটা বিশ্বের সাথে বর্ধমানেও পালিত হলো এইডস দিবস। ইতিহাস সূত্রে জানাগেছে ১৯৮১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে।পশ্চিম-মধ্য আফ্রিকা থেকে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯৮৮ সালের ১লা ডিসেম্বর প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়।সেই থেকেই গোটা বিশ্বে এই দিনটিতে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়।বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ধমান স্টেশন ও কার্জন চত্বরে বিশ্বেষ ক্যাম্প করাহয়।
সি এম এইচ ও,ওয়াল্ড ভিশন ও স্পিড এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প গুলোতে বিনা মূল্যে সুগার পরিক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হয় বলে জানান স্পিডের এন ডাব্লু এস পোজেক্টের একাউন্ট টেন পার্থ সারথি রায় বলেন দুই বর্ধমান সহ কোচবিহার,মুরশিদাবাদে এইডস বিশষে সচেতনতা করে থাকি।তাই এটা আমাদের দায়িত্ব মানুষকে সচেতন করা।বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ধমানের কার্জন গেট চত্বরে এবং বর্ধমান স্টেশন চত্বরে এইডস নিয়ে একটি পথ নাটিকাও করেন তারা।