নিজের জয়ের পর চার উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জী

নিজের জয়ের পর প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন। ফল ২ নভেম্বর।

নিজে সদ্য বিপুল ভোটে ভবানীপুরে জয়লাভ করেছেন।জয়ের খবর কালীঘাটে পৌঁছনোর পর বাড়ি থেকে বেরোন মমতা। প্রথমেই ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানানোর পরই তাঁর ঘোষণা, ”শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।”

গোসাবা আসনেও উপনির্বাচন হবে। তবে সেই কেন্দ্রে কে প্রার্থী হবেন, তা সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর ঠিক হবে বলে জানান মমতা। এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী হওয়ায় দৌড়ে আছেন বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *