বিশ্ব উষ্ণায়নের যুগে তীব্র গরম থেকে বাঁচতে পরামর্শ

ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন মালদার বিশিষ্ট শিক্ষিকা তথা পরিবেশবিদ মধুছন্দা মন্ডল

ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন মালদার বিশিষ্ট শিক্ষিকা তথা পরিবেশবিদ মধুছন্দা মন্ডল । তাঁর দীর্ঘদিনের সমীক্ষায় উঠে এসেছে,  ঘরে অথবা চার চাকার গাড়িতে বেশ কিছু প্রজাতির গাছ রাখলে সেগুলি এসি অথবা কুলারের মতোন  কাজ করে। কমপক্ষে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হয় সেই সব প্রজাতির গাছ।  ফলে বিশ্ব উষ্ণায়নের যুগে তীব্র গরম থেকে বাঁচতে বেশকিছু প্রজাতির গাছ লাগানোর ক্ষেত্রে মানুষকে প্রচার চালানো শুরু করেছেন মালদার বিশিষ্ট শিক্ষিকা মধুছন্দা মন্ডল।

 

মালদা শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা ওই হাইস্কুল শিক্ষিকা মধুছন্দা মন্ডল বলেন,  প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন এখন নিজেদের অক্সিজেন নিজেরা তৈরি করলে পৃথিবী হয়তো কিছুটা রক্ষা পেতে পারে।  কোন কৃত্রিম উপায়ে নয়।  মানি প্লান্ট, ড্রাকিলা, এরিকা পাম্প, বাম্বু পাম্প, ফিকাশ ,বেঞ্জামিনা, ছোট রবার গাছ, স্পাইডার প্ল্যান্ট, সাকুলেন্ট, বেলি, জেড প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্যান্ট এই ধরনের বিভিন্ন প্রজাতির ছোট গাছ আছে।

 

যা ঘরে রাখলে কার্বন ডাই অক্সাইড, নিথেন , ক্লোরোফ্লোরো , কার্বনের মতন বিষাক্ত গ্যাসকে শোষণ করে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। যার ফলে প্রাকৃতিক ভাবে ঘর থাকবে ঠান্ডা। এয়ার কুলার অথবা এসি আপনার ঘর ঠান্ডা করে তো বটেই তবে বিদ্যুৎ খরচের পাশাপাশি প্রকৃতির দিকে ফিরিয়ে দেয় কিছু বিষাক্ত গ্যাস যার ফলে প্রকৃতিতে গরমের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।। তাই প্রাকৃতিক উপায়ে উপায় ঘরকে ঠাণ্ডা রাখবে এইসব গাছ খুব প্রয়োজনীয়।

 

ওই শিক্ষিকার দাবি,  এইসব গাছের উপর গবেষনা করে দেখা গিয়েছে ঘরের মধ্যে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম এরা।  বর্তমানে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আমাদের চরম অসস্তির মধ্যেই থাকতে হচ্ছে। পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গাছ যেমন আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে তেমনি পরিবেশকেও শীতল করতে সাহায্য করে। পরিবেশ রক্ষায় এই ধরনের গাছ লাগানো আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *