মনিপুরে নারীদের অসম্মানের প্রতিবাদে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা
শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সমনে
শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সমনে থেকে শুরু করে গির্জার মোড় হয়ে লালদীঘির ধার হয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় পর্যন্ত
মনিপুরে নারীদের নোগ্ন করে বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পদযাত্রার আয়োজন করা হবে।
এদিনের এই পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন জেলে কংগ্রেসের কয়েক হাজার নেতৃত্বে এবং কর্মীবৃন্দ।