প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পাড়ায় শিক্ষালয় কর্মসূচি চালু হলো

৩ ফেব্রুয়ারি থেকে খুলে গেছে রাজ্যের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী ও কলেজ। একদিকে দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক পড়ুয়ারা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। সেই কথা মাথায় রেখে পড়ুয়াদের বইমুখী করতে শুরু হলো পাড়ায় শিক্ষালয়। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হলো প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।

প্রথম দিনে বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুর স্বামীজি প্রাথমিক বিদ্যালয় ও স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কচিকাঁচা পড়ুয়াদের উপস্থিতি খুবই চোখে পড়ে। এদিন দেখা যায় এই দুই স্কুলে শ্রেণিকক্ষে নয় শ্রেণি কক্ষের সামনে বড় মাঠে চলছে খোলা আকাশের নিচে পড়াশোনা।

পাশাপাশি গাংপুর স্বামীজি প্রাথমিক বিদ্যালয় দেখা গেল পড়ুয়াদের হাত ধরে বিদ্যালয়ে প্রবেশ করেছেন খোদ প্রধান শিক্ষক। শিক্ষক-শিক্ষিকাদের এমন উদ্যোগে খুশি অভিভাবকরা। স্বামীজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চট্টোপাধ্যায় জানান, আমরা সকল রকম কোভিদ বিধি মেনে পড়ুয়াদের বসিয়েছি এবং সকলকে বাড়ি থেকে টিফিন কৌটা বোতল আনতে বলেছি।

স্কুলে মিড ডে মিল ব্যবস্থা রয়েছে কিন্তু এবার আর বসে না বাড়িতে নিয়ে গিয়ে তারা সে মিড ডে মিল খাবে। পাড়ায় শিক্ষালয় সেখানে আমরা এই স্কুলের মধ্যে করছি কারণ শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে স্কুলের মধ্যে যদি বড় জায়গা থাকে বা ময়দান থাকে তাহলে আমরা সেখানে ক্লাস করাতে পারি কিন্তু ক্লাসরুম ব্যবহার করতে পারব না তাই আজ স্কুলের ক্লাস রুমের বাইরে আমরা ক্লাস শুরু করেছি।


পাশাপাশি স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দেখা যায় খোলা আকাশের নিচে গাছ তলায় যেন শান্তিনিকেতনের আদলে চলছে পড়াশোনা। প্রথমদিনে পড়ুয়াদের উপস্থিতি কম থাকলেও উৎসাহ কিন্তু চোখে পড়ার। এদিন স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ‌ভারপ্রাপ্ত শিক্ষক পরিমল কোনার জানান,

শিক্ষা দপ্তর থেকে যেভাবে নিয়ম এসেছে সেই ভাবে আমরা আজ থেকে ক্লাস শুরু করেছি। সোমবার ও বৃহস্পতি ১১ থেকে ১ টা পর্যন্ত প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণি, ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত দ্বিতীয় শ্রেণি। মঙ্গলবারও শুক্রবার ১ টা থেকে ১ টা পর্যন্ত তৃতীয় শ্রেণি, ১:৩০ থেকে ০৩:৩০ চতুর্থ শ্রেণীর ক্লাস হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *