শিশু অপহরণে যাবজ্জীবন সাজা
এক শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় দুই মহিলা সহ চার জন অভিযুক্ত কে যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, ২০১৪ সালে নদীয়ার হাঁসখালি থানার গাড়াপোতা বাসিন্দা মিলন বিশ্বাস এর আাট বছরের সন্তান রজত বিশ্বাস অপহরণ করে দুষ্কৃতীরা।সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান, অপহরণের পরে ফোন করে মিলন বাবুর কাছ থেকে ছেলের মুক্তিপণ হিসেবে ১০লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা।
এর পরই হাঁসখালী থানায় ছেলের অপহরণের অভিযোগ দায়ের করে বাবা মিলন বিশ্বাস। অভিযোগ এই ঘটনার তিনদিন পর স্থানীয় এক পাট বাগানের ভিতর থেকে শিশুটির পচা গলা দেহ উদ্ধার করে হাসখালী থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ২ মহিলা সহ চারজনকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।