বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রেল পুলিশের তৎপরতায় বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল শতাধীক টিয়া পাখি

Published on: January 24, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

রেল পুলিশের ততপরতায় পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল দুই শতাধীক টিয়া পাখি।টিয়া পাখি পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেল পুলিশ একবাল খাঁন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । তার বাড়ি শহর বর্ধমানের আলুডাঙা এলাকায় ।ধৃতকে সোমবার পেশ করা হয়েছে বর্ধমান আদালতে ।রেল পুলিশ এদিন ২২৭ টি টিয়া পাখি তুলে দিয়েছে বর্ধমান বন দফতরের হাতে ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,টিয়া পাখিগুলিকে ব্যাগ বন্দি করে ডাউন দানাপুর এক্সপ্রেসের জেনারেল কামরায় চাপিয়ে বর্ধমানে আনা হচ্ছিল। সোমবার সকালে ট্রেনটি বর্ধমান স্টেশনে দাঁড়াতেই রেল পুলিশ ট্রেনের কামরায় চেকিং চালায় । ওই সময়ে একটি কামরায় চটের ব্যাগে বন্দি অবস্থায় কিছু রয়েছে দেখে রেল পুলিশের সন্দেশ হয় ।

রেল পুলিশ ব্যাগ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২২৭ টি টিয়া পাখি । টিয়া পাখি পাচারের অভিযোগে কামরা থেকেই রেল পুলিশ একবাল খাঁনকে গ্রেফতার করে । বর্ধমান রেঞ্জের বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন,আরপিএফ ২২৭ টি টিয়া পাখি উদ্ধার করেছে।টিয়া পাচারের অভিযোগে ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়েছে। আদালতে নির্দেশ পেলে উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি ছেড়ে দেওয়া হবে ।

Join Telegram

Join Now