আপাতত স্থগিতই থাকছে বর্ধমান উৎসব
এবছর ২২-৩০ জানুয়ারী বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান উৎসব হবার কথা ছিল। করোনার জন্য ৫ জানুয়ারী তা স্থগিত ঘোষণা করা হয়। এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে এ দিন বর্ধমান পৌরসভার উপ পৌর প্রশাসক আইনুল হক তার বক্তব্যে জানান, করোনার তৃতীয় ঢেউ তার রাশ টানার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছিল বর্ধমান শহরে তার অনেকটা হ্রাস টানা গেলেও তার প্রভাব রয়েছে। এই অবস্থায় আলোচনার মধ্যে ঠিক হয় বর্ধমান শহরে এই উৎসব করা উচিত নয়। সেই পরিবেশ এখনও বর্ধমান শহরে তৈরি হয়নি হলে পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জানান বর্ধমান শহর শুধু নয় জেলা রাজ্যের মানুষের জন্য এই উৎসব খুব জনপ্রিয় পৌর উৎসবের লক্ষাধিক মানুষের সমাগম হয় সেই সমাগম নিয়ন্ত্রণ করার মতো এখনো পর্যন্ত সেইরকম পরিকাঠামো নেই এই কারনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বর্ধমান পৌর উৎসব স্থগিত করা হচ্ছে অথচ আগামী দিনের কৃষ্ণসায়র এ ফুল মেলা হবে এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আইনুল বাবু জানান পৌরসভা একটা প্রতিষ্ঠান আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি অন্য কেউ কি সিদ্ধান্ত গ্রহণ করল সেই বিষয়ে কোন মন্তব্য করব না।