বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনার জন্য বন্ধ হয়ে গেল বর্ধমান সদর ঘাট এবং নরজায় এক দিনের মেলা , শুধু অনুষ্ঠিত হলো পূজা পাঠ

Published on: January 15, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- করোনার জন্য বন্ধ হয়ে গেল বর্ধমান সদর ঘাট এবং নরজায় এক দিনের ১লা মাঘ মেলা, শুধু অনুষ্ঠিত হলো পূজা পাঠ ।
দীর্ঘ কয়েকশো বছর ধরে বর্ধমানের রাজার আমল থেকে হয়ে আসছে ময়ূরপংখী ঘুড়ির মেলা,যা শেষ পৌষ অর্থাৎ মকর সংক্রানতি গতকাল হয়ে গেছে। আজ ১লা মাঘ বর্ধমান সদরঘাটের মেলা ও ভাতারের নরজায় খরি নদীর ধারের মেলা বন্ধ রাখা হলো।

এই মেলা মূলত দীর্ঘ বছর বাবদ চলে আসছে সদর ঘাটের ১লা মাঘের মেলা,তা করোনার জন্য বন্ধ। অন্যদিকে ভাতার এলাকার মানুষজন নরজায় খড়ি ব্রিজের দুর্ঘটনা রুখতে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল রক্ষা কালী মায়ের মন্দির। তখন থেকেই প্রতি বছর আজকের দিনে পালিত হয় পূজা এবং বশে মেলা। সেই মেলা চলে সাতদিন ধরে। কিন্তু প্রশাসনের কথা মত সেই মেলা এ বছর বন্ধ হয়ে গেল। শুধু নিয়মমাফিক অনুষ্ঠিত হলো ধর্মীয় পূজা অর্চনা।

Join Telegram

Join Now