স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন ও মূর্তি উন্মোচন
করণা নিয়ম বিধি মেনে শহর বর্ধমান এ সমাজসেবী রাসবিহারী হালদারের উপস্থিতিতে আজ বুধবার স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে কলেজ মোড় উন্নয়ন সমিতির উদ্যোগে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো । বড় করে অনুষ্ঠান না করে ছোট করে করা হয় সরকারি নিয়ম বিধি মেনে ।
বড় করে অনুষ্ঠান করার কথা ছিল ধুমধাম সহকারে কিন্তু যেহেতু প্রশাসনিক নির্দেশ মত অনুষ্ঠান কর্মসূচি না করে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয় ও সংষ্কৃতি অনুষ্ঠান ও কম্বল বিতরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় । উপস্থিত ছিলেন ওই সমিতির সভাপতি রাসবিহারী হালদার , স্বামীজি অজ্ঞেয়া নন্দ মহারাজ সহ ওই সমিতির সদস্য বৃন্দরা ।