বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফের রাজ্যে আংশিক লকডাউন

Published on: January 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ফের রাজ্যে চালু হল কড়া কোভিডবিধি (COVID-19)। সোমবার থেকেই একাধিক বিষয়ে বাড়়ছে কড়াকড়ি। সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। লন্ডন থেকে কোনও বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে। বাড়ছে নাইট কারফিউয়ের সময়সীমা।রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্দেশিকা জানালেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

Restrictions Order_02012022

ওমিক্রন রুখতে কী কী বিধিনিষেধ জারি হল রাজ্যে, দেখে নিন একঝলকে –

১) ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ ।
২) মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন – সোমবার ও শুক্রবার।
৩) ১০ শতাংশ আরটি-পিসিআর (RT-PCR) বাধ্যতামূলক ।
৪) ১০০ শতাংশ বিদেশফেরতের Rapid Antigen টেস্ট করাতে হবে।
৫) ‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু ।
৬) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ , ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন ।


৭) সরকারি ও বেসরকারি অফিসে (কর্পোরেশন-সহ) ৫০ শতাংশ হাজিরা ।
৮) সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা ।
৯) শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি ।
১০) রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশ
সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশ ।
১১) বাড়ল নাইট কারফিউয়ের সময়সীমা। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি ।
১২ ) লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে
মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

Join Telegram

Join Now