বিনামূল্যে হার্ট পরীক্ষা শিবির
নতুনগঞ্জ বন্ধুমহল সংস্থা ও হেলথ ওয়াল হাসপাতালে যৌথ উদ্যোগে আজ সংস্থার প্রাঙ্গণে বিনামূল্যে হার্ট পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে 50 জন ব্যক্তি বিনামূল্যে তাদের হার্টের সমস্যা বিষয়ে চিকিৎসকদের পরামর্শ নেয়। বন্ধুমহল সংস্থার পক্ষে দেবজিৎ রাউত বলেন, বন্ধুমহল সংস্থা দীর্ঘদিন ধরেই মানুষকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছে।
এই শিবিরে ইসিজি সহ হার্টের যাবতীয় পরীক্ষা করার জন্য হেলথ হাসপাতাল থেকে বিশিষ্ট চিকিৎসক ও টেকনিশিয়ানরা এসেছেন। যাদের সমস্যা গুরুতর পাওয়া যাবে তারা আগামী দিনে কিভাবে চিকিৎসা করাবেন তারও উপদেশ দেবেন শিবিরের দায়িত্বে থাকা চিকিৎসকরা।