আর্থিক সহায়তা প্রদান
বড়দা বিদ্যার্থী সম্মান সমারোহ বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের উদ্যোগে দুই কৃতি ছাত্র ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হলো ব্যাঙ্ক অফ বড়দার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা করা হল।
2006 সাল থেকে ব্যাঙ্ক অফ বড়দা প্রতিভাবান ছাত্র ছাত্রীদের পুরস্কার দেওয়া হচ্ছে।2021 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের সর্বোচ্চ নম্বর দুই প্রাপ্তবিদ্যার্থী সম্মানপ্রদান করা হয়। 2021 সালে কাজল সিং ,এবং রহিত সাউকে পুরস্কার তুলে দেওয়া হয়।