বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় খণ্ডঘোষ থানা চত্বরে আয়োজন করা হয় বিনা ব্যয়ে আদিবাসী স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এর উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সদর সাউথ এসডিপিও আমিনুল ইসলাম খান, সিআইসি রজত কান্তি পাল,
খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ,খন্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা,খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত সহ অনন্যরা।খন্ডঘোষ ব্লকের 200 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরিষেবা নিতে আসেন।বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের চিকিৎসা পরিষেবা এবং ঔষধ পেয়ে খুশি খন্ডঘোষ ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন।