বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ডিভিসির জল ছাড়ার নির্ঘন্ট ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক

Published on: November 29, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আসন্ন রবি ও বোরোচাষের জন্য ডিভিসির জল ছাড়ার নির্ঘন্ট ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক হল।সোমবার বর্ধমান ডিভিশনের কমিশনার বিজয় ভারতীর নেতৃত্বে বৈঠকটি হয় বর্ধমানে। এখানে কমিশনার ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান ;

হুগলী ; হাওড়া এবং বাঁকুড়া এই পাঁচটি জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকরা অংশ নেন। ছিলেন জেলা সভাধিপতি; কর্মাধ্যক্ষ ও সেচ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ কমিশনার বিজয় ভারতী ও সভাধিপতিরা সিদ্ধান্তগুলি জানান।

তারা জানান; এবারে অতিবৃষ্টি হলেও কিছুটা জল গতবারের তুলনায় কম আছে। তবে সেটার জন্য তেমন অসুবিধা হবার কথা নয়। তারা জানান;এই মরশুমের জন্য রবিচাষের জন্য ৫০ হাজার একর জমিতে জল পাওয়া যাবে।বোরোচাষের জন্য এক লক্ষ তিরিশ হাজার নশো একুশ একর জমিতে জল দেওয়া হবে। জলের পরিমাণ তিন লাখ তিরিশ হাজার কিউসেক।

রবির জন্য জল ছাড়া হবে ৩১ শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ২০২২ অবধি। অন্যদিকে বোরোচাষে জম মিলবে আগামী বছরের ২৭ শে জানুয়ারি থেকে। এপ্রিলের শেষ অবধি বোরো চাষে জল দেওয়া হবে। আরো জানা গেছে বিস্তারিত ভাবে সব জেলার খুঁটিনাটি নিয়ে কথা হয়েছে। আগামীদিনে আরো বৈঠক হতে পারে।

Join Telegram

Join Now