চা বাগানে হাতির আক্রমণ , ক্ষতিগ্রস্থ ৯ টি বাড়ি
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৯টি বাড়ি। শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা ও বীরপাড়া চা বাগানে হানা দেয় হাতি। মোট ৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিমডিমা চা বাগানে ৪৮ তম এশিয়ান হাইওয়েতে একটি দাঁতাল দাঁড়িয়ে যায় ।
যার ফলে যান চলাচল সংক্ষিপ্তভাবে বিঘ্নিত হয়।বীরপাড়ার চা বাগান এলাকার বাসিন্দারা জানান, “সন্ধ্যার পরই হাতির পাল হানা দিচ্ছে। আতঙ্কে ঘর থেকে বের হওয়া কঠিন।” অন্যদিকে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।