স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্পে ভালো সাড়া
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে জট কাটল অবশেষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) লোন স্যাংশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল আজ শনিবার। জেলায় জেলায় এই ক্যাম্পে ভাল সাড়া মিলেছে।১১ হাজারের বেশি ছাত্রছাত্রীকে স্টুডেট ক্রেডিট কার্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে। আট হাজারের বেশি ঋণপত্র মঞ্জুর হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাকার অভাবে যাতে কোনও ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয় সে জন্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা যাবে তাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দশম থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণা, ডাক্তারি পড়ার ক্ষেত্রে বিশেষ এই কার্ডের মাধ্যমে লোন পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, সেক্ষত্রে কোচিংয়ের ফি-ও মেটানো যাবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে।
এছাড়া লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, হস্টেল ফি, বই কেনা যাবে এই কার্ড ব্যবহার করে। কম্পিউটার ও ল্যাপটপ কেনার ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে মিলবে ঋণ। কিন্তু এর পরেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখিয়ে লোনের জন্য আবেদন করেও বিফল হতে হয়েছে ছাত্রছাত্রীদের। লোন পেতে যাতে সমস্যা না হয় সে জন্য আজ কলকাতা ও অন্যান্য জেলায় এবং মহকুমা স্তরে শিবিরের আয়োজন করা হয়েছিল। মোট ১৭৬টি লোন স্যাংশান ক্যাম্প করা হয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। আট হাজারের বেশি লোনের অনুমোদনপত্র দেওয়া হয়েছে।
সেই সঙ্গেই ছাত্রছাত্রীরা পেয়েছেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। আজ অবধি কলকাতায় মোট ৫২২ জন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও লোনের অনুমোদনপত্র পেয়েছেন। আলিপুরদুয়ারে ১১১ জন, বাঁকুড়ায় ১৭৪ জন, বীরভূমে ৬৯ জন, কোচবিহারে ১৮২ জন, হুগলিতে ৩২৪ জন, হাওড়ায় ১৩৫ জন, মুর্শিদাবাদে ১৪৬ জন, মালদায় ১১২ জন, পূর্ব মেদিনীপুরে ৩২৬ জন, পূর্ব বর্ধমানে ৩০৫ জন ও দক্ষিণ ২৪ পরগনায় মোট ৬৪৮ জন স্টুডেট ক্রেডিট কার্ড ও লোনের অনুমোদন পেয়েছেন। সবচেয়ে বেশি লোন স্যাংশাং হয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেই। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগামী ১ জানুয়ারি ‘শিক্ষার্থী দিবস’ উপলক্ষে প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করাই এখন উদ্দেশ্য।