বর্ধমানে স্কুলে মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগ
এ বারে খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল মিড ডে মিলের ও আর্থিক অনুদানের টাকা তছরুপের অভিযোগ। অভিযোগের অঙ্গুল তুললেন অপর আর এক শিক্ষক। পূর্ব বর্ধমান জেলার স্বনামধন্য বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষকের দিকে উঠল এমনই অভিযোগ।যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক ও অভিভাবক মহলে।
এর আগেও এই স্কুলে অভিযোগ উঠেছিল একটি প্রাচীন গাছ কে হত্যা করা নিয়ে। অভিযোগ তুলেছিলেন স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিত্ পাল। এবারও তিনিই মিড ডে মিল সহ আর্থিক অনুদানের টাকা তছরুপের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন শিক্ষা দপ্তরে।
প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিত্ পালের অভিযোগ , “আজকের নয়। দীর্ঘদিন ধরে ছিল অভিযোগ। আমি স্কুলে যোগদানের পর কিছু অবৈধ ক্রিয়াকলাপ চোখে পড়ে । অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা অনুদান হিসাবে নেওয়া হয়। সেই টাকা আত্মসাত্ করা হয়েছে ।
স্কুলের তহবিল থেকে লক্ষধিক টাকা আত্মসাত্ করা হয়েছে। এসব একটা গোষ্ঠী করছে। জেলা প্রশাসনের কাছে এই দুর্নীতির সঠিক তদন্তের দাবি জানাচ্ছি । অভিযোগের তীর সরাসরি ডঃ শম্ভুনাথ চক্রবর্তীর দিকেই দেন তিনি । “
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষক ডঃ শম্ভুনাথ চক্রবর্তী ।
তিনি বলেন , ” আমি একদম পরিষ্কার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঐতিহ্যবাহী স্কুলের গরিমা নষ্ট করার চক্রান্ত হচ্ছে। এটা প্রথম বার নয়। এর আগেও অনেক অভিযোগ করা হয়েছে সব মিথ্যে প্রমাণ হয়েছে। সমস্থ কিছু নথি সহ জমা দিয়েছি তদন্তকারী অফিসারদের । “
খবর জানাজানি হতেই স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় । অভিভাবকদের মধ্যে উঠছে প্রশ্ন। দীর্ঘদিন পর খুলেছে স্কুল । আর স্কুল খুলতেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল এরকম অভিযোগ। যা প্রশ্নের মুখে ফেলেছে শিক্ষা মহলকেও ।