বাড়ি থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
পূর্ব বর্ধমান:- পচা গলা মৃত উদ্ধার এক পৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের পাঁচ নম্বর ইছলাবাদের হেচারী ফার্ম এলাকায়,মৃত উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয়রা জানান,মৃত ব্যক্তির নাম সমিত রক্ষিত,বয়স আনুমানিক ৬৫ বছর। অবসরপ্রাপ্ত সমিত রক্ষিত রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন,বছর তিনেক ৫নম্বর ইছলাবাদ এলাকায় বাড়ি করে একাই থাকতেন,তিনি অবিবাহিত ছিলেন।
কার্যতঃ আজ সকাল থেকে তাঁর বাড়ির আশেপাশে দুর্গন্ধ ছড়ায়,সুতরাং দুর্ঘন্ধকে ঘিরে স্থানীয় পাড়া ও ক্লাবের ছেলেরা জানতে পারে সমিত বাবুর ঘর থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে।
সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় ফোন করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।