ডিজেল ও মোবিল-এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী
পূর্ব বর্ধমান:- ডিজেল ও মোবিল-এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করলো বর্ধমান মিনিবাস ওয়েলফেয়ার ওনার্স এসোসিয়েশন। মূলত বাস যাত্রীদের কথা মাথায় রেখে বাস চলাচল অব্যাহত থাকলেও শহর বর্ধমানের জিটি রোডে গোটা কয়েকটি মিনিবাস ঠেলে বিক্ষোভ দেখালেন মিনি বাস এসোসিয়েশনের মালিক পক্ষ ও চালক এবং খালাসীরা।
কার্যতঃ তাদের দাবি যেভাবে ডিজেল এবং মোবিলের দাম উর্ধমুখী হয়েছে, তাতে করে বাস পরিষেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এছাড়া তেলের দাম বাড়লেও ভাড়া একই রয়েছে,সুতরাং এই মুহূর্তে ডিজেল ও মোবিলের দাম যদি না কমে তাহলে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।