ফোন-পের বড়ো ঝটকা , এবার রিচার্জ করলে দিতে হবে বাড়তি টাকা
ফোন পে-এর (Phonepe) মাধ্যমে রিচার্জ করেন? তাহলে সাবধান, এবার থেকে গুনতে হবে গাঁটের কড়ি। ফোন পে প্রথম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যারা প্রতি মোবাইল রিচার্জের (Mobile Recharge) ক্ষেত্রে ১ ও ২ টাকা করে চার্জ বসাচ্ছে।
ওয়ালমার্ট গ্ৰুপের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোন পে, নতুন করে ৫০ টাকার ওপরে মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রসেসিং ফি হিসাবে একটি স্বল্প অর্থ চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে।